দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কিং মানে এখন আর শুধুই টাকাপয়সার নিশ্চিত লেনদেন নয়, ব্যাঙ্কিং নিয়ে নিরাপত্তার ভাবনাও জরুরি। কারণ প্রতারকরা প্রতিনিয়ত নতুন কৌশলে ফাঁদ পাতছে অনলাইনে। একটু সচেতনতা, সামান্য সাবধানতা— এই দুইই আপনার ব্যাঙ্কিং অভিজ্ঞতাকে নির্ভার ও নিরাপদ রাখবে।
এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা বাড়ছে। গ্রাহকদের সতর্ক থাকতে হবে নিচের কয়েকটি সাধারণ ফ্রডের বিষয়ে।
#REL
১. এপিকে (APK) প্রতারণা