দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলি হামলায় গাজায় এখন যা পরিস্থিতি, তাতে নিহতের সংখ্যা ইতিমধ্যেই ৬৫ হাজার ছাড়িয়েছে। থাবা বসিয়েছে দুর্ভিক্ষ। স্থানীয়রা নিজেদের চিরচেনা এলাকা, বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বিশ্বের ১৪০টি দেশের সঙ্গে এবার একজোট হল ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল এই তিন দেশ।
এই পদক্ষেপ মূলত প্রতীকী হলেও, এটি দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।