অমল সরকার
দু’দিনের বাংলাদেশ সফর সেরে রবিবার রাতে দেশে ফিরে গিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার (Dy Prime Minister of Pakistan Ishaq Dar) । তিনিই সে দেশের বিদেশমন্ত্রী (Foreign Minister of Pakistan) । প্রায় এক যুগ পর পাকিস্তানের বিদেশমন্ত্রীর এই সফরকে তাঁর দেশ ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করে গত শনিবার ইসহাক দার ইসলামাবাদ (Islamabad) থেকে ঢাকাগামী বিমানে ওঠার পরক্ষণেই।কূটনীতিতে কোনও সফর, সিদ্ধান্ত, চুক্তি স্বাক্ষরকে ‘ঐতিহাসিক’ আখ্যা দেওয়া একটি প্রচলিত কথা ও কৌশল। ইসহাক দারের ঢাকা সফরের প্রাপ্তির ঝুলিকে বিবেচনায় নিয়ে বলা চলে প্রত্যাশ্যার