দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সঙ্গে সেনার বাৎসরিক যুদ্ধ মহড়া নিয়ে চক্তি করতে চলেছে বাংলাদেশের মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) সরকার। চলতি মাসের মাঝামাঝি ঢাকা সফরে যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার(Ishaq Dar) । ওই সফরে বাণিজ্য, সংস্কৃতি বিনিময়, ইসলামিক চর্চা-সহ আরও পাঁচটি বিষয়ে চুক্তি হবে।
ইসহাক দার পাকিস্তানের একজন উপপ্রধানমন্ত্রী, যিনি বিদেশমন্ত্রকের দায়িত্বে আছেন। গত এপ্রিলে তাঁর বাংলাদেশ সফরের কথা থাকলেও তা পিছিয়ে যায়। আসছেন চলতি মাসে, যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনা জমানার পতনের এক বছর উৎসবের মেজাজে পালন করছে।
#REL