অমল সরকার
সোমবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ সেনার অফিসার পর্যায়ের আলোচনা। চারদিন দিন ধরে দুই দেশের সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার অফিসারেরা বৈঠকে অংশ নেবেন। এই প্রথম দু’দেশের মধ্যে ‘আর্মি টু আর্মি স্টাফ টকস’ বলে পরিচিত আলোচনার এই মঞ্চ উন্মুক্ত হচ্ছে। এই সুবাদে দুই দেশই নতুন একটি দেশের সঙ্গে ‘আর্মি টু আর্মি স্টাফ টকস’ পর্যায়ের সম্পর্ক তৈরি করতে চলেছে।