দ্য ওয়াল ব্যুরো: ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য শুল্ক (ট্যারিফ) নিয়ে টানাপোড়েন যখন তুঙ্গে, ঠিক তখনই বুধবার ভোর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপের মূল বিষয়বস্তু বাণিজ্য সংক্রান্ত আলোচনা হলেও, ট্রাম্পের দাবি, মোদীই নাকি এই বিষয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন।
ট্রুথ সোশ্যালে (Truth Social) নিজেই এই ফোনালাপের কথা জানিয়ে ট্রাম্প ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
#REL