দ্য ওয়াল ব্যুরো: ১২ সেপ্টেম্বর, শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে দেশের নতুন উপ-রাষ্ট্রপতি (Vice President) হিসেবে শপথ (Oath) নেবেন সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
এনডিএ সূত্রে খবর, পণ্ডিতের পরামর্শে সকালেই শপথগ্রহণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হবে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়ে দেশের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট।