দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে (Supreme Court) নজিরবিহীন ঘটনার দু’দিন পর অবশেষে মুখ খুললেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই (CJI BR Gavai)। বৃহস্পতিবার আদালত কক্ষে তিনি বলেন, “গত সোমবার যা ঘটেছিল, তা আমাদের জন্য এক ‘ভুলে যাওয়া অধ্যায়’। আমরা খুবই বিস্মিত হয়েছিলাম (Shoe Attack In Court)।”
গাভাই-র পাশে বসেছিলেন বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা। তিনি বলেন, “এই ঘটনাকে আমি হালকা ভাবে নিতে পারি না। দেশের প্রধান বিচারপতি, এটা রসিকতার বিষয় নয়। বিচারকেরা অনেক সময় এমন সিদ্ধান্ত নেন, যা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। কিন্তু তাই বলে বিচারবোধ বদলায় না।”