দ্য ওয়াল ব্যুরো: বুধবার যুদ্ধবিমান রাফাল চেপে আকাশে উড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ঐতিহাসিক উড়ানে তাঁর পাশে ছিলেন উইং কম্যান্ডার শিবাঙ্গী সিং, যিনি দেশের একমাত্র মহিলা রাফাল পাইলট।
এই মুহূর্ত ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন আত্মবিশ্বাস রচনা করল বলে মনে করছেন অনেকে। রাষ্ট্রপতি মুর্মু-ই দেশের প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি দু’টি যুদ্ধবিমানে উড়লেন, ২০২৩ সালে সুখোই-৩০ এমকেআই, আর এবার রাফাল।