দ্য ওয়াল ব্যুরো: কেরলের শবরীমালা মন্দিরে বুধবার ভগবান আয়াপ্পাকে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান এই বিখ্যাত তীর্থস্থানে পুজো দিলেন গিয়ে। পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথ পেরোতে তাঁর জন্য বিশেষ চার-চাকা গাড়ির ব্যবস্থা করা হয়েছিল এদিন।
রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ড ও রাজ্য পুলিশ প্রশাসন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল গোটা এলাকা। সন্নিধানমে পৌঁছে ১৮টি পবিত্র সিঁড়ি বেয়ে আয়াপ্পার দরবারে পৌঁছন রাষ্ট্রপতি মুর্মু।
#REL