দ্য ওয়াল ব্যুরো: রেশন কার্ড (Ration Card) নিষ্ক্রিয় হওয়ার সময়সীমায় বড়সড় বদল আনল রাজ্য খাদ্য দফতর (Food Department)। এতদিন পর্যন্ত টানা দু’মাস রেশন না তুললেই গ্রাহকের কার্ড হয়ে যেত ‘নিষ্ক্রিয়’।
তবে নতুন নির্দেশিকা (New Rules) অনুযায়ী, এখন থেকে টানা ছ’মাস খাদ্যশস্য না তুললেই কেবল কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় হবে। খাদ্য দফতরের তরফে জারি হওয়া সংশোধিত কন্ট্রোল অর্ডারে এই নতুন নিয়ম স্পষ্ট করে বলা হয়েছে।
#REL
দফতর সূত্রে খবর, নিষ্ক্রিয় কার্ড ফের চালু করতে গ্রাহককে করতে হবে ই-কেওয়াইসি, যার জন্য প্রয়োজন হবে আধার-বায়োমেট্রিক যাচাই।