দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) আওতায় থাকা প্রায় ৮.৫১ কোটি রেশন গ্রাহকের বৈধতা যাচাইয়ে নেমেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশে রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, অবৈধ রেশন কার্ডধারীদের চিহ্নিত করে দ্রুত কার্ড (Ration Card) বাতিল করতে হবে।
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সাম্প্রতিক পর্যালোচনা রিপোর্ট অনুযায়ী, মোট ৮ কোটি ৫১ লক্ষ ৫৭ হাজার ২৪২ জন গ্রাহকের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যগুলি ২ কোটি ৭৫ লক্ষ গ্রাহক সম্পর্কে অনুসন্ধান সম্পন্ন করে ২ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৪০৬ জনের রেশন কার্ড বাতিল করেছে।