দ্য ওয়াল ব্যুরো: রেশন কার্ড (Ration Card) আর শুধু পরিচয়পত্র নয়, নাগরিকত্বের প্রমাণও নয়। ক্রমে খাদ্যসুরক্ষার আওতায় যাঁরা প্রকৃত সুবিধাভোগী নন, তাঁদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র (Center on canceling 1.17 crore cards, not ration if taxpayers)।
নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—আয়করদাতারা রেশন পাবেন না। শুধু তাই নয়, যাঁরা আর্থিকভাবে যোগ্য নন, তাঁদের কার্ডও খারিজ হয়ে যাবে।
#REL