দ্য ওয়াল ব্যুরো: রেজিস্ট্রির (Registry) যুগ শেষ। আর পাওয়া যাবে না প্রথাগত রেজিস্ট্রি পোস্ট পরিষেবা। কেন্দ্রীয় ডাকবিভাগের (Post office) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাচ্ছে রেজিস্ট্রি পোস্ট। বদলে চালু থাকছে শুধুমাত্র স্পিড পোস্ট (Speed Service)।
তবে চাইলে গ্রাহক স্পিড পোস্টের সঙ্গে অতিরিক্ত পরিষেবা হিসেবে রেজিস্ট্রির সুবিধাও যোগ করতে পারবেন—তাতে খরচ বাড়বে বই কমবে না।
#REL