দ্য ওয়াল ব্যুরো: ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে দু’চাকার যানবাহনের জন্য কার্যকর হতে চলেছে নতুন ট্রাফিক নিয়ম। কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে এই নিয়ম জারি করছে। লক্ষ্য, পথ দুর্ঘটনা কমানো এবং চালকদের মধ্যে বেপরোয়া গতির রাশ টেনে শৃঙ্খলা আনা।
কী বলছে নতুন নিয়ম?
হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি, তিনজন একসঙ্গে চড়া বা সিগন্যাল ভাঙার মতো অপরাধে আগের তুলনায় প্রায় ১০ গুণ বেশি জরিমানা ধার্য করা হবে। প্রশাসনের দাবি, কঠোর শাস্তি ও বাড়তি জরিমানা বেপরোয়া ড্রাইভিং রুখতে কার্যকর ভূমিকা পালন করবে।
#REL