দ্য ওয়াল ব্যুরো: গণেশ পুজোয় (Ganesh Puja Celebrations) এবার জলপাইগুড়িতে (Jalpaiguri) চোখ ধাঁধানো আয়োজন। দেবতার প্রসাদে নজিরবিহীন চমক—১০৩ কেজির বিশাল লাড্ডু (103 kg laddu)!
শহরের পান্ডবপাড়ার যুব শক্তি ক্লাবের পুজো মণ্ডপে এই মহা-লাড্ডু দেখতে এখন উপচে পড়া ভিড়। কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ আবার সেলফি তুলে স্মৃতি বন্দি করছেন।