দ্য ওয়াল ব্যুরো: পেনশনের টাকার জন্য মাকে খুন করেছিল ছেলে। দুই বছর লম্বা বিচার প্রক্রিয়ার পর অবশেষে জলপাইগুড়ি (Jalpaiguri আদালতের রায়— যাবজ্জীবন কারাদণ্ড।
২০২৩ সালের মে মাস। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের শ্রমিক আবাসন কেঁপে উঠেছিল রক্তাক্ত খুনে। অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না (৭০) থাকতেন ছোট ছেলের সঙ্গে। সেই সময় হঠাৎই হাজির বড় ছেলে বিজয় পান্না। মায়ের কাছে পেনশনের টাকা দাবি করেন তিনি। বৃদ্ধা দিতে রাজি না হওয়াতেই নেমে আসে নৃশংসতা। অভিযোগ, মাথায় আঘাত করে খুন করেন মা-কে।
#REL