দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতা কাঁপানোর পর এবার উত্তরে পা রাখল 'দ্য ইয়েলো টার্টল'। গড়িয়াহাটে চার বছরের যাত্রা সফলভাবে পেরিয়ে এবার বাগুইআটিতে খুলে গেল সংস্থার দ্বিতীয় আউটলেট। ঝকঝকে পরিবেশে প্রাণখোলা আড্ডা আর খাঁটি এশিয়ান খাবারের স্বাদ মিলবে এখানে। সঙ্গে ককটেল, মকটেলের বাহারও থাকছে।
শুরু থেকেই খাবারের গুণগত মান আর আতিথেয়তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে এই রেস্তরাঁ। সেই ধারাবাহিকতা বজায় থাকছে বাগুইআটির ঠিকানাতেও।
#REL