দ্য ওয়াল ব্যুরো: আর হাতেগোনা দুদিন পরই রাখি। এই বিশেষ দিনকে আরও বিশেষ করতে হাজির হয়েছে 'দ্য কনক্লেভ ভার্দে।'
একে উইকেন্ড, দুই রাখি, ফলে জমিয়ে খাওয়া দাওয়া মাস্ট। এবছর আপনাদের ডেস্টিনেশন হতে পারে এই রেস্তরাঁ। ভাই-বোনদের জন্য ‘দ্য কনক্লেভ ভার্দে’ নিয়ে এসেছে বিশেষ রাখি বন্ধন ডিনার বুফে। ৯ অগস্ট অর্থাৎ এই শনিবার সন্ধে ৭টা থেকে রাত সারে ১০টা পর্যন্ত এই অফার থাকবে।
#REL