দ্য ওয়াল ব্যুরো: ছোট থেকে বড় হওয়া, মা-বাবা হওয়া থেকে দাদু-দিদিমা, চকোলেট যেকোনও বয়সের ফেভারিট। প্রত্যেকের জীবনেই চকোলেট জড়িয়ে থাকে কোনও না কোনও স্মৃতিতে। আজ বিশ্ব চকোলেট দিবস, স্মৃতির পাতায় আরেকটা চ্যাপ্টার জুড়তে ও তা সুমধুর করে তুলতে বাসকিন রবিন্স নিয়ে এল পাঁচটি অনবদ্য চকোলেট ট্রিট।
১. ইটালিয়ান এসকেপ - চকোলেট অ্যান্ড রোস্টেড হ্যাজেলনাট জেলাটো সানডে।
একঘেয়ে চকোলেট আইসক্রিমে নতুন মোড়ক। ইটালির কোনও ছিমছাম রাস্তায় ঘুরে বেড়ানোর অনুভূতি এনে দেবে এই সানডে। ক্যারামেলাইজড হেজেলনাট, নিউটেলা আর এক বল গাঢ় জিলাটো দিয়ে তৈরি, খেতে স্বর্গীয়। দাম মাত্র ১৯৫ টাকা।