দেবাশিস গুছাইত, হাওড়া
হাওড়া পুরসভার প্রশাসক পদে এক শিশুরোগ বিশেষজ্ঞকে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বালিও সেই পথেই। ভোট না হওয়ায় গত সাত বছর বালি পুরসভা চালিয়েছেন এসডিও । শুক্রবার বালির বিধায়ক শিশুরোগ বিশেষজ্ঞ রানা চট্টোপাধ্যায়কে বালির পুরপ্রশাসক পদে নিয়োগ করা হল।
দায়িত্ব নিয়ে মুখ্য়মন্ত্রীকে ধন্যবাদ জানালেন রানা। বললেন, "মুখ্যমন্ত্রী যে স্নেহ দেখিয়েছেন, আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব যেন সফলভাবে পালন করতে পারি, সেই শুভেচ্ছা জানান।"
#REL