দেবাশিস গুছাইত, হাওড়া
শনিবার সকালে চরম ভোগান্তির মুখে পড়লেন হাওড়া-আমতা শাখার নিত্যযাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের ওই শাখায় দেরিতে ট্রেন চলাচল করায় ক্ষুব্ধ যাত্রীরা বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধে সামিল হন। সকাল সাড়ে ৮টা নাগাদ হাওড়াগামী লোকাল ট্রেন বড়গাছিয়া স্টেশনে পৌঁছয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন না ছাড়ায় যাত্রীরা রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান। তাতে কাজ না হওয়ায় পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়।