দ্য ওয়াল ব্যুরো: 'বিয়ের নিমন্ত্রণ করতে এয়েছি, দরজাটা খুলুন।' বলেই ঘরে ঢুকে লুট চালাল দুষ্কৃতীরা। খোয়া গেল ১০ লাখের গয়না-সহ আরও একাধিক জিনিস। বেঙ্গালুরুর অট্টিবেলের নেরলূর এলাকার ঘটনা।
বুধবার দুপুর আড়াইটে নাগাদ তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এক দম্পতির বাড়িতে ঢোকে। সেসময় বাড়িতে মহিলা একা ছিলেন। তাঁর স্বামী বেসরকারি সংস্থায় কর্মরত, ছিলেন অফিসে।
#REL
অভিযুক্তরা বিয়ের আমন্ত্রণপত্র দেওয়ার অছিলায় বাড়িতে ঢোকে। অভিযোগ, প্রথমে দরজা খোলার জন্য মহিলাকে ভুলিয়ে বিশ্বাস অর্জন করে। বাড়ির গৃহবধূ নাগবেণী দরজা খুলে দিলে তারা ভিতরে ঢোকেন।