দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন (Murder) হলেন বিবাহিত তরুণী। ঘটনা কর্নাটকের মাইসুরু জেলার। তদন্তকারীরা জানাচ্ছেন, প্রেমিক প্রথমে ওই তরুণীর (Woman Death) মুখে বিস্ফোরক ঢুকিয়ে দেন, তারপর খনি এলাকার জেলাটিন স্টিক বিস্ফোরণের (Man Puts Explosive In Lover's Mouth) ট্রিগার ব্যবহার করে সেটি ফাটিয়ে দেন।
হুনসুর তালুকের গেরাসানাহল্লি গ্রামের বাসিন্দা ২০ বছরের তরুণী রক্ষিতা। একটি লজে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিছানায় পড়ে ছিল দেহ, মুখের নীচের অংশ সম্পূর্ণ উড়ে গিয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিল রক্ত। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে আঁতকে উঠেছেন স্থানীয়রা।