দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু সেন্ট্রাল জেল ঘিরে একের পর এক বিতর্ক (Bengaluru Central Jail security lapse)। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, বন্দিরা জেলের ভিতরে মদ্যপান করছে, চলছে উদ্দাম পার্টি। টেলিভিশন, মোবাইলের অবাধ ব্যবহার।
ভিডিওগুলি ছড়িয়ে পড়তেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গঙ্গাধারাইয়া পরমেশ্বরা ঘোষণা করেন, জেল ব্যবস্থাপনায় বড়সড় সংস্কার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাতে ইতিমধ্যেই দুই জেল আধিকারিককে সাসপেন্ড এবং আরও এক জনকে বদলি করা হয় (Suspend and transfer of Police)।
#REL