দ্য ওয়াল ব্যুরো: চোখে-মুখে অপরাধবোধের চিহ্নটুকু নেই! কেউ মোবাইল হাতে, কেউ টিভি দেখছে, কেউ কেউ আবার হাসি-আড্ডায় মেতে রয়েছে- বেঙ্গালুরুর জেলের (Bengaluru Parappana Agrahara jail) ভিতরে এভাবেই কার্যত বিলাসিতায় দিন কাটছে ধর্ষক, সিরিয়াল কিলার ও দাগি অপরাধীদের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে।
ভাইরাল কয়েকটি ভিডিওতে (Bengaluru Jail Viral Video) দেখা যাচ্ছে, কুখ্যাত সিরিয়াল ধর্ষক ও খুনি উমেশ রেড্ডি জেলের ভিতরে বসে একসঙ্গে দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি কীপ্যাড মোবাইল ব্যবহার করছে। এমনকি তার ব্যারাকে একটি টেলিভিশনও দেখা গেছে।