দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের বনাঞ্চলে এক অদ্ভুত প্রতিবাদের ঘটনা ঘটেছে। বাঘ ধরার জন্য পেতে রাখা একটি বড় খাঁচার মধ্যে বাঘের বদলে বন্দি করা হয়েছে বন দফতরের কর্মীদের। বান্দিপুর অঞ্চলের বম্মালাপুরা গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসীরা এই কাজ করেছেন। গরু এবং মানুষের ওপর বন্য প্রাণীর আক্রমণের প্রতিবাদে তারা বন দফতরের সাতজন কর্মীকে খাঁচার মধ্যে আটকে রেখেছিলেন।
দীর্ঘদিন ধরে ওই এলাকার গ্রামবাসীরা বন্য প্রাণীর হামলায় বিপর্যস্ত। তাদের অভিযোগ, বারবার অভিযোগ জানানোর পরও বন দফতর কোনও পদক্ষেপ নিচ্ছে না। গরু-ছাগল হারালেও কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না।
#REL