দ্য ওয়াল ব্যুরো: 'তোমার জন্যই আমার স্ত্রীকে মেরে ফেললাম', নৃশংস ঘটনা (Bengaluru doctor murder case) ঘটানোর পর ছিল না কোনও অনুতাপ, প্রেমিকাকে এই মেসেজ পাঠিয়ে সেই কথাই প্রমাণ করে দেন বেঙ্গালুরুর অ্যানাস্থেশিয়া কাণ্ডে অভিযুক্ত সার্জেন।
গত বছর মে মাসে বিয়ে হয়েছিল সার্জন মহেন্দ্র রেড্ডি এবং চর্মরোগ বিশেষজ্ঞ কৃতিকা রেড্ডির। সুখের সংসার পেতেছিলেন চিকিৎসক দম্পতি। কিন্তু বছর ঘুরতেই যে এমন পরিণতি হবে তা হয়তো পরিকল্পনাও করতে পারেনি কেউ। স্বামীর দীর্ঘ ষড়যন্ত্রে খুন হলেন তরুণী।