দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সামান্য ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাওড়ার চুনাভাটি লেবুখালি এলাকায়। শুক্রবার বিকেলে ঘুড়ি পড়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মনোজ সিং-এর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয় যুবক সন্দীপ রায়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যায় হঠাৎ করেই প্রায় ১২ জন বহিরাগত যুবক সন্দীপের বাড়িতে হামলা চালায়। তাদের হাতে ছিল লোহার রড, লাঠি, মোটা প্লাস্টিকের পাইপ—যা দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়ির ভিতরেও।
#REL