দেবাশিস গুছাইত, হাওড়া
উচ্চশিক্ষায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের সুযোগ বাড়াতে রাজ্য সরকার শুরু করেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। আর সেই ভাবনাকে সামনে রেখে ডোমজুড় টিম দেখেছিল নতুন স্বপ্ন। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক অভাবী মেধাবীদের তৈরি করতে ২০২১ সালে শুরু হয় বিনামূল্যে জয়েন্ট ও নিটে কোচিং। চার বছরে প্রায় দেড়শো পড়ুয়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন, যা গোটা ডোমজুড়ে আলোড়ন ফেলেছে। এলাকার সমস্ত স্কুল তাদের মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের পাঠাচ্ছে ‘আগামীর অভিষেক' প্রকল্পের সরিক হতে।