দ্য ওয়াল ব্যুরো: কয়েকমাসের ব্যবধানে আবার হাওড়া ডোমজুরের (Howrah) একটি কারখানায় আগুন (Fire) লাগল। জানা গিয়েছে বিপন্নপাড়ায় (Bipanna Para) একটি গোডাউনে কারখানার কর্মী যখন রান্না করছিলেন সেই সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়।
ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এখনও অবধি হতাহতের কোনও খবর নেই। তবে আগুনে প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই কারখানার গোডাউন। দমকলের কর্মীদের পাশাপাশি আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।