দেবাশিস গুছাইত, হাওড়া: এবার বর্ষার দীর্ঘ ব্যাটিং ক্ষতির মুখে ঠেলে দিল হাওড়ার বাগনান অঞ্চলের আতশবাজি শিল্পের সঙ্গে জড়িতদের। টানা মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির জেরে কাঁচামাল নষ্ট হওয়ায় ও উৎপাদন ব্যাহত হওয়ায় এই ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত কারিগর ও ব্যবসায়ীরা দিশেহারা।
কালীপুজো মানেই আলোর উৎসব। দীপান্বিতা কালী পুজো আতশবাজি ছাড়া যেন কল্পনাই করা যায় না। ছোট থেকে বড় সবাই এই দিনে নানা রকম আতশবাজি জ্বেলে আনন্দে মেতে ওঠেন। আর তার জোগান দিয়ে রুটিরুজি চলে বাজি প্রস্তুতকারকদের। কিন্তু এবার উৎসবের আনন্দের আড়ালে দুঃখের মেঘ।