দ্য ওয়াল ব্যুরো: সারা গায়ে ট্যাটু, পরনে বিকিনি (bikini), গলায় ফুলের মালা। উত্তরাখণ্ডের ঋষিকেশে (Rishikesh Uttarakhand) গঙ্গায় স্নান (holy dip in Ganga) করতে নামলেন এক বিদেশি পর্যটক (foreigner)। একদিকে ব্যক্তিগত স্বাধীনতা, অন্যদিকে ধর্মীয় সংবেদনশীলতা - ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ভাইরাল হওয়া ভিডিওটিতে (viral video) দেখা যায়, ঋষিকেশের ঐতিহ্যবাহী লক্ষ্মণঝুলার কাছে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছেন এক বিদেশি মহিলা। গলায় ফুলের মালা, বিকিনিপরা অবস্থায় হাত জোড় করে প্রণাম করছেন তিনি। তারপর মালাটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে পবিত্র জলে ডুব দেন ও কিছুক্ষণ সাঁতার কাটেন।