দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলায় (Rudraprayag, Chamoli) ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে (Uttarakhand Cloudburst)। একাধিক পরিবার ধ্বংসস্তূপে আটকে পড়েছে, বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বহু পরিবার। বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Uttarakhand CM Pushkar Singh Dhami)।
রুদ্রপ্রয়াগের বারেৎ ধুংগার টোক এবং চমোলি জেলার দেবাল এলাকায় দুটি পৃথক মেঘভাঙার ঘটনা ঘটেছে (Natural Disaster)।