গার্গী দাস
দিল্লিতে দমবন্ধ করা পরিস্থিতি। দূষণে নাজেহাল রাজধানীর বাসিন্দারা, প্রতিবছরের মতো ক্ষোভে ফেটে পড়ছে একাংশ। শহর ছেড়েছেন বা নিজেকে একেবারে ঘরবন্দি করেছেন কিছুজন। দিল্লি নিয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে নিন্দার ঝড় উঠেছে খুব স্বাভাবিকভাবেই। যাঁরা উচিত শিক্ষা দিতে নেমে পড়েছেন, তাঁদের একটা অংশ বাঙালি। এদিকে নিঃশব্দে কিন্তু তাঁদেরও মাতৃভূমি অর্থাৎ বাংলা ঢাকছে বিষাক্ত বাতাসে। ধীরে ধীরে লাফিয়ে বাড়ছে ক্ষতিকারক ধুলিকণার পরিমাণ আর অজান্তেই ফুসফুসজনিত সমস্যার শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ।