দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে বর্ষার বিদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের পশ্চিম জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়ার প্রাথমিক প্রভাব দেখা যাবে।
উত্তরবঙ্গে খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কখনও কখনও বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টিও হতে পারে, তবে তা অল্প সময়ের জন্য সীমিত থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে।