দ্য ওয়াল ব্যুরো: আপাতত মেঘলা আকাশ (Cloudy Sky) এবং তার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি (Rainfall) - বাংলার আবহাওয়ার (Weather) হালচাল এমনই। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) শেষ আপডেট বলছে, ঘূর্ণিঝড় 'দিটওয়াহ' (Cyclone Ditwah) প্রায় শক্তিহীন। তাই তার কোনও প্রভাবই রাজ্যের পড়ার কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, সিস্টেমটি এখন তামিলনাড়ু (Tamilnadu) ও পুদুচেরি (Puducherry) উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের অবস্থায় রয়েছে। আরও কিছুটা উত্তরে সরে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতেই এটি সমুদ্রে নিম্নচাপে পরিণত হবে।