দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকেই কলকাতা-সহ বঙ্গের বিভিন্ন জেলায় (West Bengal) বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে এবং আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। সেই প্রেক্ষিতে এদিন সকালেও কার্যত একই ছবি ধরা পড়ল।