দ্য ওয়াল ব্যুরো: শক্তিক্ষয় হয়েছে নিম্নচাপের (Low Depression)। এই মুহূর্তে সেটি অবস্থান করছে উত্তর ছত্তীসগড়ে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও সরে গিয়ে পৌঁছবে পূর্ব মধ্যপ্রদেশে এবং ক্রমে তা আরও শক্তিক্ষয় করে তা পরিণত হবে একটি সুস্পষ্ট নিম্নচাপে।
এদিকে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। ঝাড়খণ্ড হয়ে তা পুরুলিয়া, কাঁথি হয়ে বিস্তৃত রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
#REL