দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে (West Bengal) বর্তমানে যা পরিস্থিতি তাই বজায় থাকতে চলেছে। বুধবারের মতো বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা (Rainfall Forecast) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এখনই পরিষ্কার আকাশের কোনও সম্ভাবনা নেই।
#REL