দ্য ওয়াল ব্যুরো: বারুইপুরের মিলন মেলায় জয়রাইড থেকে পড়ে গেলেন তরুণী। থানায় দায়ের হল অভিযোগ। নিরাপত্তা নিয়ে উঠল বিরাট প্রশ্ন।
‘সুনামি’ (Tsunami Ride) নামে পরিচিত এক জয়রাইড (Joyride) থেকে পড়ে জখম হন সোনারপুরের বাসিন্দা গোলাপ নন্দী। ঘটনার পরই মেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং বিতর্ক ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, গত বছরও একই রকম ভাবে জয়রাইড থেকে পড়ে জখম হয়েছিলেন কয়েক জন। তবু নিরাপত্তা ব্যবস্থায় তেমন পরিবর্তন হয়নি।
#REL