দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার (Howrah) নরসিংহ কলেজে পড়ুয়াদের উপর যৌন অত্যাচারের অভিযোগে (Sexual harassment) টিএমসিপি-র (TMCP) রাজ্য সহ সভাপতি সৌভিক রায়কে (Souvik Ray) শোকজ করল তৃণমূল।
অভিযোগ, কলেজের পড়ুয়াদের জোর করে প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করত সৌভিক। এমনকি র্যাগিংয়ের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখার অভিযোগও উঠেছে। কসবা কাণ্ডে (Kasba Incident) রাজ্য রাজনীতিতে যখন চাঞ্চল্য তুঙ্গে, ঠিক তখনই এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়।