দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত জীবনে ট্র্যাফিকের সময় বাঁচাতে অনেকের কাছেই র্যাপিডো (Rapido) রীতিমতো একটা ভরসার নাম। কিন্তু সেখানেও যদি মহিলাদের শ্লীলতাহানির শিকার হতে হয়! এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক র্যাপিডো চালকের বিরুদ্ধে (Rapido rider misbehaves with woman Bengaluru)।
অভিযোগ, ওই চালক বাইক চালাতে চালাতেই তরুণীর পায়ের দিকে হাত বাড়ান। ভয় ও অপমানে হতবাক তরুণী বুদ্ধি করে ঘটনার ভিডিও তুলে নেন, পরে তা নিয়ে থানায় অভিযোগ জানান।