দ্য ওয়াল ব্যুরো: মুম্বই মহানগর অঞ্চলের পরিবহন কর্তৃপক্ষ সম্প্রতি ওলা, উবার (uber) এবং র্যাপিডো-সহ (rapido) অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি ও অটো পরিষেবা সংস্থাগুলিকে স্পষ্ট নির্দেশ দিয়েছে—তাদের বেস ভাড়া এখন থেকে হলুদ-কালো ট্যাক্সির ভাড়ার সমান রাখতে হবে। সরকারের পক্ষ থেকে নতুন ভাড়া কাঠামো (new aap cab fare) ঘোষণার আগ পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
১৬ সেপ্টেম্বর জারি হওয়া চিঠিতে মুম্বই পরিবহণ জানিয়েছে, বর্তমানে কালো-হলুদ ট্যাক্সির ভাড়া নন-এসি গাড়ির ক্ষেত্রে কিলোমিটার প্রতি ২০.৬৬ টাকা এবং এসি গাড়ির ক্ষেত্রে ২২.৭২ টাকা। এই হারকেই বেস ভাড়া হিসেবে মেনে চলতে হবে।
#REL