দ্য ওয়াল ব্যুরো: গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার ঢাকায় জুলাই ঘোষণা পত্র পাঠ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জুলাই ঘোষণা পত্র হল গত বছর জুলাইয়ে শুরু হওয়া 'গণ বিপ্লবের' একটি দলিল। যা বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বিকালে সংসদ লাগোয়া এলাকায় এক সমাবেশে সেটি পাঠ করবেন প্রধান উপদেষ্টা।
তাঁর আগে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, জুলাই ঘোষণা পত্রে ১৯৭১-এী মুক্তিযুদ্ধকে কোনওভাবে খাটো করার চেষ্টা তাঁরা বরদাস্ত করবেন না। প্রয়োজনে জীবন বাজি রেখে পথে নামবেন।