দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর নিরঞ্জনে পাড়ার 'দাদাদের' গুণ্ডামির শিকার এক মহিলা ও তাঁর পরিবার। বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় 'দেখে' নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, করা হয় শ্লীলতাহানিও। জমজমাট এলাকায় এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। আতঙ্ক ছড়িয়েছে গড়িয়া চত্বরে।
বৃহস্পতিবার কালীপুজোর নিরঞ্জন ছিল শহরের বেশ কিছু এলাকায়। গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে রাতের দিকে একটি ঠাকুর নিয়ে নিরঞ্জন শোভাযাত্রা করছিলেন পাশের পাড়ার লোকজন। সেই সময় অভিযোগকারিণী ভাইফোঁটার অনুষ্ঠান সেরে ফ্ল্যাটের নীচে এসেছিলেন অতিথিদের ছাড়তে, সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও ১৪ বছরের ছেলে।
#REL