দ্য ওয়াল ব্যুরো: ১৫ ঘণ্টা কাজ, ২৮টি ডেলিভারি - দিনের শেষে আয় মাত্র ৭৬৩ টাকা। উত্তরাখণ্ডের এক ব্লিঙ্কিট (Blinkit) ডেলিভারি এজেন্টের এই হিসেব (Blinkit delivery agent earnings) সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন, গিগ কর্মীদের (Gig Workers) ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ নিয়ে আদৌ কি ভাবছে দ্রুত ডেলিভারি প্ল্যাটফর্মগুলি (Quick Commerce platform)?
প্রসঙ্গত, কিছুদিন আগেই শ্রম আইনে (labour code) রদবদল করেছে কেন্দ্র। নানা সুযোগ সুবিধার আওতায় আনা হয়েছে গিগ কর্মীদেরও।
#REL