দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের অক্টোবরেই দ্বিতীয়বার বাবা হয়েছেন আরবাজ খান। স্ত্রী সুরা খানের কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান, যার নাম রেখেছেন ‘সিপারা’। নতুন অতিথির আগমনে পরিবারে উৎসবের মেজাজ এখনও বজায় রয়েছে।
২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা-পরিচালক আরবাজ। পেশায় মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে তাঁর পরিচয় হয় ‘পাটনা শুক্লা’ ছবির শুটিং সেটে। সেখান থেকেই শুরু সম্পর্ক, তারপর চার হাত এক হওয়া। মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভাঙন—সব অতীতের অধ্যায় পেরিয়ে নতুন জীবনের পথে পা বাড়ান আরবাজ।
#REL