দ্য ওয়াল ব্যুরো: মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং জর্জিয়া আন্দ্রিয়ানি-র সঙ্গে সম্পর্ক ভাঙার তিক্ততা ভুলে অভিনেতা-প্রযোজক আরবাজ খান তাঁর জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছেন। ২০২৩ সালে পেশায় মেকআপ আর্টিস্ট সুরা খান-এর সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সলমন খানের ভাই আরবাজ। এবার তাঁদের ঘরে এল নতুন অতিথি।
বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গেই তাঁদের জীবনে এল প্রথম সন্তান। কন্যা সন্তানের জন্ম দিলেন আরবাজ পত্নী সুরা খান। এই খুশির খবরে খান পরিবারে আনন্দের ঢেউ।
#REL