দ্য ওয়াল ব্যুরো: কাজের সময় থেকে শুরু করে পারিশ্রমিক, এই দাবিতে একাধিকবার সরব হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। জানা যায়, পারিশ্রমিক ও কাজের সময়ের শর্ত পূরণ না হওয়ায় তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ছবি স্পিরিট এবং কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েল থেকে সরে এসেছেন। এবার দীপিকার এই পদক্ষেপকে সমর্থন করলেন প্রখ্যাত পরিচালক সুধীর মিশ্র (Sudhir Mishra)।
সাইরাস বারুচার ইউটিউব চ্যানেল 'সাইরাস সেজ'-এর এক পডকাস্টে সুধীর মিশ্র পারিশ্রমিক সমতার বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি উদাহরণ হিসেবে নিজের ছবি চামেলি-তে করিনা কাপুর খানের পারিশ্রমিকের কথা তুলে ধরেন।
#REL