দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার পা রাখলেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তাঁর প্রথম তেলেগু ছবি 'জাটধারা'-র শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এই নতুন অভিজ্ঞতায় অভিনেত্রী নিজেই অভিভূত। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিনীত চরিত্র নিয়ে কথা বললেন সোনাক্ষী।
অভিনেত্রী জানিয়েছেন, 'জাটধারা' ছবিতে তাঁকে 'ধনপিশাচিনী'-র মতো একটি সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। সোনাক্ষী বলেন, "আমি আগে যা করেছি, এই চরিত্রটি সবচেয়ে আলাদা। এমনটা হবে সত্যিই ভাবিনি।" তিনি মনে করেন, একজন অভিনেতার আসল সাফল্য হল নানা রকম এবং কঠিন ভূমিকায় অভিনয় করা।
#REL